• dhubil128199@gmail.com
  • 01309128199
Logo

ধুবিল আয়েশা ফজলা উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় কোড -১১৩০ ,থানা কোড-১৫০৭, জেলা কোড:-৫৩

ধুবিল আয়েশা ফজলার উচ্চবিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

বিদ্যালয়টির সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধুবিল ইউনিয়নে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৮ সনে এম,পি,ও ভুক্তি হয়। বিদ্যালয়ের ই,আই আই এন নস্বর -১২৮১৯৯। বর্তমানে ৫১০জন ছাত্র ছাত্রী পড়া লেখা করছে। ১১জন শিক্ষক শিক্ষিকা ১জন লাইব্রেরিয়ান, ১জন ৩য়,ও ২জন ৪র্থ শ্রেনীর কর্মচারী নিযুক্ত আছেন ।

প্রতিষ্ঠাকাল ঃ- ঐতিহ্যবাহী ধুবিল আয়েশা ফজলার উচ্চবিদ্যালয়টি ১৯৯৩ সনে প্রতিষ্ঠা করা হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তালুকদার বংশের স্বনাম ধন্য ব্যাক্তি মোঃ আফজালুল হক (মনি) তালুকদার । তিনি একজন শিক্ষানুরাগী সমাজ সেবী ও দান বীর ব্যক্তি ছিলেন। একটি মান সম্মত বিদ্যালয়ের অভাবে মানুষ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল এমন সময় তিনি বিদ্যালয়টি প্রত...

প্রধান শিক্ষকের বাণী

আমি ২২/১১/১৯৯৭ইং তারিখে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হইয়া অদ্য বদি নিষ্ঠার সহিত কাজ করিয়া আসিতেছি। স‚শিক্ষা মনুষত্বের উন্নতি ও অন্যান্য গুনাবলীর বিকাশ ঘটায়। এর জন্য চাই দক্ষ পরিচালক ও যথোপযুক্ত স্থান। মনোরম নৈ সর্গিক পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী ধুবিল আয়েশা ফজলার উচ্চবিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে সুপরিচিত। বর্তমানে এ বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ও পাঠের উপর গুরুত্ব পুরোমাত্রায় বিরাজমান। লেখাপড়ার পাশাপাশী অন্যান্য সহ পাঠক্রমিক কার্যক্রমে শিক্ষক এবং শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্ঞান পরিধি ও ব্যাক্তির প‚র্ণ বিকাশ অদ...

সভাপতির বাণী

আস্সালামু আলাইকুম।

সম্মানিত অভিভাবক / অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। যুগান্তরে ঐতিহ্যবাহীধুবিল আয়েশা ফজলার উচ্চবিদ্যালয় অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকণ্যা জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়া...

শিক্ষকবৃন্দ

25

শিক্ষক

3

বিভাগ

10

শ্রেণী কক্ষ

800

শিক্ষার্থী

প্রতিষ্ঠানের খবর