• dhubil128199@gmail.com
  • 01309128199
Logo

ধুবিল আয়েশা ফজলা উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় কোড -১১৩০ ,থানা কোড-১৫০৭, জেলা কোড:-৫৩

ধুবিল আয়েশা ফজলার উচ্চবিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

বিদ্যালয়টির সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধুবিল ইউনিয়নে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৮ সনে এম,পি,ও ভুক্তি হয়। বিদ্যালয়ের ই,আই আই এন নস্বর -১২৮১৯৯। বর্তমানে ৫১০জন ছাত্র ছাত্রী পড়া লেখা করছে। ১১জন শিক্ষক শিক্ষিকা ১জন লাইব্রেরিয়ান, ১জন ৩য়,ও ২জন ৪র্থ শ্রেনীর কর্মচারী নিযুক্ত আছেন ।

প্রতিষ্ঠাকাল ঃ- ঐতিহ্যবাহী ধুবিল আয়েশা ফজলার উচ্চবিদ্যালয়টি ১৯৯৩ সনে প্রতিষ্ঠা করা হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তালুকদার বংশের স্বনাম ধন্য ব্যাক্তি মোঃ আফজালুল হক (মনি) তালুকদার । তিনি একজন শিক্ষানুরাগী সমাজ সেবী ও দান বীর ব্যক্তি ছিলেন। একটি মান সম্মত বিদ্যালয়ের অভাবে মানুষ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল এমন সময় তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠাকরেন। শিক্ষাকে অগ্রধিকার দিয়ে এবং তাঁর বাবা মায়ের স্মৃতিতে চিরস্থায়ী করান জন্য তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠাকরেন। তিনি জমি দান করেন ১ একক ৫০ শতাংশ,

১। বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে যারা এগিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম মান্নান তালুকদার তিনি তিন বার পরপর রায়গঞ্জ তারাশের সংসদ সদস্য ছিলেন।

তিনি প্রতিষ্টাতা সদস্যর ছোট ভাই

২। মোঃ হান্নান তালুকদার তিনি বিদ্যান‚রাগী ও সমাজ সেবক ছিলেন তিনি ও প্রতিষ্ঠাতা সদস্যর ছোট ভাই ছিলেন ।

৩। মোঃ শফিকুল ইসলাম খোন্দকার সহঃ শিক্ষক অত্র বিদ্যালয়।

৪। মোঃ মাহাতার হোসেন সহঃ প্রঃ শিঃ অত্র বিঃ

৫। মোঃ সাইফুল ইসলাম সহঃশিঃ

৬। মোঃ আব্দুল মজিদ সহঃ শিঃ অত্র বিঃ

বিদ্যালয়টির বিগত তিন বছর থেকে বর্তমান পর্যন্ত এক টানা পাশের হার ১০০%।